দেবহাটা উপ-নির্বাচনে ৫ মনোনয়ন সংগ্রহকারীর বিপরীতে দাখিল : ৩

0
630

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের আসন্ন উপ-নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করা পাঁচ প্রার্থীর মধ্যে নির্ধারিত সময়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান সহ তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার (১৫ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় বিকাল ৫ টার মধ্যে এসকল প্রার্থীরা দেবহাটা উপজেলা নির্বাচন অফিসার সেখ শরিফুল ইসলামের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামী লীগ মনোনীত মুজিবর রহমান ছাড়াও অপর যে দুজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন পিপলস পার্টির প্রার্থী অজিয়ার রহমান ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের ভাগ্নে ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম।
এরআগে মনোনয়ন সংগ্রহের শেষ সময়ের মধ্যে উল্লেখিত তিন প্রার্থী ছাড়াও নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা। তাদের মধ্যে থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিদ্রোহী প্রার্থী না হয়ে বরং নৌকা প্রতিকের প্রার্থী মুজিবর রহমানকে সমর্থনের সিদ্ধান্ত নিয়ে মনোনয়নপত্র দাখিল করেননি এবং জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফাও নিজের মনোনয়নপত্র জমা না দিয়ে সন্ধ্যায় দেবহাটা প্রেসক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে আলহাজ্ব মুজিবর রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান । দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমানের মনোনয়নপত্র দাখিলকালে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সাবেক সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, পারুলিয়া ইউপি চেয়ারম্যন সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আসাদুল হক, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মন, দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক এএইচ সোহাগ, কৃষক লীগের আহ্বায়ক নির্মল মন্ডল, তাঁতী লীগের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আরিফুজ্জাজামান আরিফ, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল মোতাবেক আগামী ১০ ডিসেম্বর দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠিতের লক্ষ্যে তোড়জোড় চলছে বলে জানিয়েছেন দেবহাটা উপজেলা নির্বাচন অফিসার সেখ শরিফুল ইসলাম।