৯ দিনের ছুটির ফাঁদে দেশ

0
482

অনলাইন রিপোর্ট :
নয় দিনের ছুটির ফাঁদে দেশ। রোজার আগে ঈদের ছুটির আমেজ নিয়ে ঢাকা ছাড়ছেন চাকুরিজীবীরা। এরইমধ্যে বাস, ট্রেন, লঞ্চ, এমনকি উড়োজাহাজের টিকিটও শেষ।

সরকারি ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত শুক্র-শনি, বৌদ্ধ পূর্ণিমা, মে দিবস ও শবে বরাতসহ মোট ছুটি সাত দিন। মাঝে শুধু ৩০ এপ্রিল ও ৩ মে কর্মদিবস। এ দুদিন মিললেই মোট ছুটি দাঁড়ায় ৯দিন।

লম্বা ছুটির কারণে বাস, ট্রেন, লঞ্চ, এমনকি উড়োজাহাজের টিকিট নিয়েও কাড়াকাড়ি। চাহিদা বেড়ে যাওয়ায় রেলের ২৬ এপ্রিলের টিকিট ১৭ তারিখেই শেষ। চাহিদা বিবেচনায় রেখে বেশ কিছু আন্তনগর ট্রেনে অতিরিক্ত বগি দেয়ার কথা ভাবছে রেলওয়ে।

এদিকে ২৬ এপ্রিলের বাসের টিকিটও শেষ। অনেকে আবার দল বেঁধে বাস ভাড়া করে যাচ্ছেন পর্যটন এলাকায়।

একই অবস্থা নৌ-পথেও। বরিশালসহ দক্ষিণাঞ্চলগামী বেশিরভাগ লঞ্চের প্রথম শ্রেণির টিকিট বিক্রি শেষ।

উড়োজাহাজের টিকিটের চাহিদা আরো বেশি। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন রুটের ২৬ এপ্রিলের টিকিট বহু আগেই বিক্রি হয়ে গেছে। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটেগামী যাত্রী সবচেয়ে বেশি। কলকাতা, ব্যাংকক ও সিঙ্গাপুরেও যাচ্ছেন অনেকেই।

পরিবার-পরিজন নিয়ে চাকুরিজীবীদের দীর্ঘ ছুটিতে ঘুরতে যাওয়ার এমন সুযোগ মিলেছে অনেক দিনপর। যদিও নয় দিনের ছুঁটির ফাঁদে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা ও সেবা প্রতিষ্ঠানে অচলাবস্থার আশঙ্কা করছেন অনেকেই।