৬ লাখ টাকার জামদানি শাড়ি

0
521

খুলনাটাইমস ডেস্কঃবাঙালি নারী মাত্রই রয়েছে শাড়ির প্রতি আলাদা দুর্বলতা। ফ্যাশনের চলতি ধারায় নজরকাড়া একটা শাড়িতে যেকোনো নারীই হয়ে উঠতে পারেন অনন্যা। নিত্যদিন যারা শাড়ি পরেন না, যেকোনো উৎসব অনুষ্ঠানে শাড়ি পরার ইচ্ছে ঠিকই থাকে সবারই।কলকাতা সল্টলেকের সেন্ট্রাল পার্কে বসেছে তাঁতের হাট। আর এই হাটে একটি জামদানি শাড়ি উঠেছে যার দাম ৬ লাখ টাকা। উদ্বোধনের দিনই প্রচুর শাড়িপ্রেমী ভিড় জমান শাড়িটি একনজর দেখতে।শাড়িটিতে মসলিনের ওপরে ছবির মাধ্যমে রামায়ণের গল্প তুলে ধরা হয়েছে। শাড়িটি তৈরিতে সময় লেগেছে ৫৭০ দিন। এ শাড়ি কেনার সামর্থ্য অনেকেরই নেই তবে যাদের রয়েছে তাদেরও জন্য খারাপ খবর হলো- শাড়িটি বিক্রির জন্য নয়।এরআগের বছর এই হাট থেকে বিক্রি হয় ৫ কোটি ৮৫ লাখ টাকার শাড়ি। এ বছর আরও বেশি বিক্রির আশা আয়োজকদের।

সূত্র : কোলকাতাটুয়েন্টিফোর।