৪ দিন পর বেনাপোল বন্দরে আমদানি-রফতানি শুরু

0
443

অনলাইন ডেস্কঃ দুর্গাপূজা উপলক্ষে চারদিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।

শনিবার সকাল থেকে আমদানি-রফতানি চালু হওয়ায় বেনাপোল ও পেট্রাপোল বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত বুধবার থেকে দুই দেশের বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায়।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, চারদিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। আমদানি-রফতানি বন্ধ থাকায় আজ প্রচুর ট্রাক ভারত থেকে আসছে পণ্য নিয়ে। পণ্যজটের পাশাপাশি যানজটও রয়েছে বন্দর এলাকায়।

ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, শারদীয় দুর্গাপূজার কারণে ভারতে সরকারি ছুটি থাকায় ভারত ও বাংলাদেশের মধ্যে চারদিন আমদানি-রফতানি বন্ধ ছিল। শনিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি পুনরায় চালু হয়েছে। বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক ভারতীয় বন্দর এলাকা ও বনগাঁ পার্কিংয়ে দাঁড়িয়ে আছে।