৪২ রানের ডাচ ব্যাট গুঁড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

0
454

স্পোর্টস ডেস্কঃ

নেদারল্যান্ডসের উইকেট শিকারের পর বাংলাদেশের মেয়েদের উদ্‌যাপন। ছবি: সংগৃহীতনেদারল্যান্ডসের উইকেট শিকারের পর বাংলাদেশের মেয়েদের উদ্‌যাপন। ছবি: সংগৃহীত
নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ উইকেটে জিতেছেন বাংলাদেশের মেয়েরা। মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্বে এ নিয়ে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ৪২ রানেই শেষ হয়ে যায় ডাচ ইনিংস। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি চতুর্থ সর্বনিম্ন স্কোর।

মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্বে স্বাগতিক নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জয়ের মাধ্যমে টানা দ্বিতীয় জয় পেয়েছেন সালমারা। বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি নেদারল্যান্ডসের মেয়েরা। উট্রেক্টে রোববারের ম্যাচে নেদারল্যান্ডস অলআউট ৪২ রানেই! মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি চতুর্থ সর্বনিম্ন স্কোর।

শুরুতে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসের ৬ জনই শূন্য রানে ফিরেছেন। ডাচ মেয়েদের সর্বোচ্চ জুটিতে এসেছে ২৩ রান। স্টেরা ক্যালিস করেন ১৫, ডেনিস হানেমা ১৪। কোনোমতে ১৮ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে গেছে নেদারল্যান্ডস।

ডাচ মেয়েদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন দুই লেগ স্পিনার ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ। ২ রানে ৩ উইকেট নিয়েছেন রুমানা, ৩ রানে ৩টি ফাহিমা। যদিও শুরুতে এক উইকেট নিয়ে আঘাত হানেন সালমা খাতুন, এরপর দুই উইকেট তুলে নেন পান্না ঘোষ।

তবে এই অল্প রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ফেলা দৃষ্টিকটু লেগেছে। ৭ দশমিক ৫ ওভার ব্যাট করে ৪৪ রান তোলে বাংলাদেশ।

‘এ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। ১০ জুলাই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।