৩০নং ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

0
305

খবর বিজ্ঞপ্তি:
৩০ নং ওয়ার্ডের প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. শহীদুল ইসলাম (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ……… রাজেউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তান, নাতী নাতনি এবং আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শহীদুল ইসলামের মৃত দেহ খুলনায় আনা হলে সেখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ সমবেদনা জানাতে উপস্থিত হন। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা জোবায়ের আহমেদ খান জবা, রফিকুর রহমান রিপন, গাজী মোশাররফ হোসেন, মো. শিহাব উদ্দিন, এস এম মোর্ত্তজা রশিদী দারা, একেএম শাজাহান কচি, ফারুক হোসেন তুরান, মো. ইদ্রিস আলী, এ্যাড. ফারুক হোসেন, কবির হোসেন, শেখ স্বপন, শেখ ইদ্রিস আলী, মো. লিটন, গোলাপ, কামরুল ইসলাম, জামিল আক্তার, হাসিফ চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, হাসিফ চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, ইলিয়াস হোসেন মিঠু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে মরহুমের নামাজে জানাযা আজ রবিবার বাদ জোহর দুক্ষিণ টুটপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।
এদিকে প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. শহীদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, কেন্দ্রিয় নেত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।