২৬% লভ্যাংশ অনুমোদন তিতাস গ্যাসের

0
312

খুলনাটাইমস অর্থনীতি: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ২০১৮-১৯ অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ঘোষিত ২৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় তিতাস গ্যাস শেয়ার হোল্ডারদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এজিএমে জ¦ালানী ও খনিজ বিভাগের সচিব ও তিতাস বোর্ড চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, ২০১৮-১৯ সালে তিতাস কর পরবর্তী ৪৬৪ কোটি ৪৭ লাখ টাকা মুনাফা করেছে। কোম্পানিটি প্রতি শেয়ারে মুনাফা করেছে ৪ টাকা ৭০ পয়সা।