২৪ বছর আপনাদের সেবা করেছি : সিটি মেয়র

0
503

মাহমুদ হাসান, মোংলা :

আমরা ২৪ বছর ধরে আপনাদের সেবা করেছি, এখন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপাল এ আসনে বেগম হাবিবুন নাহার নমিনেশন চাবে কিনা তার রায় এ অঞ্চলের সাধারন মানুষের হাতে ছেড়ে দিলাম। আপনারাই বলবেন কে এ আসনে নমিনেশন পাওয়ার যোগ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, পাশাপাশী মাংলা-রামপালেরও ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্ত বিএনপি সরকারের আমলে মোংলা বন্দরসহ দক্ষিনাঞ্চল সম্পুর্ন স্তব্দ হয়ে গিয়েছিল। বন্দরে একটি জাহাজও ছিল না,মৃত বন্দরে পরিনত হয়েছিল এ মোংলা বন্দর। এখানকার মানুষ অর্ধাহারে অনাহারে দিন যাপন করছিল। ১৯৯৬ সালে পর ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসেন্ এর পর থেকে যে উন্নয়ন হয়েছে তা শেখ হাসিনার অবদান। আমাদের এলাকায় বিমানবন্দর,রেল লাইন স্তাপন,সাইলো হয়েছে, পাওয়ার প্লান্ট হয়েছে, নদী ড্রেজিং হয়েছে মোংলা নদীতে ঝুলান্ত সেতু হবে এ ছাড়াও হাজার হাজার কোটি টাকার উন্নয়ন মুলক কর্মকান্ড চলমান রয়েছে। তাই এ উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রার্থীকেই নির্বাচিত করতে হবে এটাই আমার দাবী। মোংলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি/সাধারন সম্পাদকসহ নির্বাচিত প্রতিনিধিদের সাথে শনিবার সকাল সাড়ে ১১টায় শ্রমিক কর্মচারী সংঘ চত্তরে এক মত বিনিময় সভায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক এ কথা বলেন। তিনি আরো বলেন, মোংলা-রামপাল বাগেরহাট-৩ আসনে তিনি এবং তার সহধর্মীণী সংসদ সদস্য থাকা কালীন মোংলা উপজেলা ও বন্দরেব্যাপী ব্যাপক উন্নয়ন হয়েছে। বেগম হাবিবুন নাহারকে তার অসমাপ্ত উন্নয়নের কাজগুলো সমাপ্ত করার লক্ষে পুনরায় এ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য নেতাকর্মীদের আহবান জানান। এ মত বিনিময় সভায় উপজেলা আওয়ামলীগের সভাপতি অধ্যক্ষ সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে, মোংলা-রামপাল বাগেরহাট-৩ আসনের সংসদ বেগম হাবিবুন নাহার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মহিলা ভাইনস চেয়ারম্যান মিসেস কামরুন নাহান হাই,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন,পৌর আ’লীগ সভাপতি শেখ আব্দুস সালাম,সাঃ সম্পাদক শেখ আঃ রহমান,থানা যুবলীগ সভাপতি ই¯্রাফিল হাওলাদার,সাঃ সম্পাদক ইকবাল হোসেন,পৌর যুবলীগের সিঃ সহ-সভাপতি এস এম কবির, পৌর যুবলীগ সাঃ সম্পাদক শেখ আল-মামুন,যুগ্ন সম্পাদক নুর আলম জিকু,থানা ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত,সাঃ সম্পাদক মোঃ সজিব খানঁ, পৌর সভাপতি মোঃ রানা, সাঃ সম্পাদক শাহারুখ বাপ্পি, থানা সেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান বিশ্বাস,সাঃ সম্পাদক হাওলাদার তরিকুল ইসলাম, মহিলা সম্পাদিকা সরবরিয়া খানম, দড়িয়াসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলালীগ ও সেচ্ছাসেবকলীগের সকল দলীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।