২১ বিজিবি’র অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য আটক

0
348

খবর বিজ্ঞপ্তি: খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ রুদ্রপুর বিওপি’র একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন রুদ্রপুর মাঠের মধ্যে হতে গতকাল ভোর ৬টায় মোঃ মফিজুল মন্ডল (৩০), পিতা- মোঃ খাইরুল, (দুই) মোঃ আলমগীর হোসেন (২১), পিতা- মোঃ আনার হোসেন (তিন) মোঃ ইকবাল হোসেন (২৮), পিতা- খোরশেদ আলী, গ্রাম- বাইকোলা এবং (চার) মোঃ তরিকুল ইসলাম (৩৫), পিতা- মোঃ আদম আলী মন্ডল, গ্রাম- অগ্রভূলাট, পোষ্ট- গোগা, সকলের থানা- শার্শা, জেলা- যশোরকে তারকাটা বেড়া কাটার সরঞ্জামাদি ও ৬৮ বোতল ফেন্সিডিলসহ আটক করে অপর একজন পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ঘটনার সাথে সংশ্লিষ্ট এবং মদতদাতা হিসেবে শহিদুল ইসলাম (৩৫), পিতা- মোঃ মোসলেম কাজী সকলের গ্রাম- রুদ্রপুর, পোষ্ট- কায়বা, থানা-শার্শা, জেলা-যশোরকে আটক করা হয়। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা গত রাত ১২.০০ ঘটিকায় গরু আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে এবং গরু না পেয়ে ফেন্সিডিল নিয়ে বাংলাদেশে ফেরত আসে।

এছাড়াও রুদ্রপুর বিওপির অন্য একটি টহল দল কর্তৃক গত ১০ মে রাত সাড়ে ৯টায় অভিযান চালিয়ে পূর্বরুদ্রপুর মেহগনি বাগান হতে ১৩ বোতল বাংলা মদ আটক করে। দৌলতপুর বিওপির টহল দল কর্তৃক গতকাল ভোর ৩টায় দৌলতপুর মাঠের মধ্যে হতে ৭৮ কেজি চা পাতা, ২৩০ বোতল দুলহান কেশ কালার এবং ৩৫০ পিস নেহা মেহেদী আটক করে। আটককৃত মালামালের সর্বমোট মূল্যমান- ১,০৫,৩৫০/- টাকা। আটককৃত আসামী ও মাদকদ্রব্য শার্শা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন এবং অন্যান্য পণ্য সামগ্রী বেনাপোল কাস্টম এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।