২০২৩ সালে ইংল্যান্ডের বাংলাদেশ সফর

0
156

খুলনা টাইমস স্পোর্টস: আগামী সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসার কথা ছিল ইংল্যান্ড দলের। সোমবার হুট করেই শোনা যায়, এই সফর যথাসময়ে হচ্ছে না। মঙ্গলবার আবার নতুন খবর এলো যে, সিরিজটি পিছিয়ে গেছে প্রায় দেড় বছর। আগামী ২০২৩ সালের মার্চে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। খবরটি নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক শীর্ষ ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। বাংলাদেশ আর ইংল্যান্ড বোর্ডের যৌথ বিবৃতির বরাত দিয়ে ক্রিকইনফো জানায়, দুই বোর্ডের সম্মতিতেই এই সিদ্ধান্ত হয়েছে। সেই সফরে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে দুই দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা আর চট্টগ্রামে। ইংল্যান্ড সিরিজটি শেষ পর্যন্ত পিছিয়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজই হবে বাংলাদেশের শেষ সিরিজ। এবারের স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ শুরু হবে সেপ্টেম্বরে। আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর থেকে ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই সময়েই ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরে আসার কথা। ইংলিশ বোর্ড আগে বলেছিল, আইপিএলের বদলে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে হবে ক্রিকেটারদের। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপ ও ৎদবিরের কারণে সেই অবস্থান থেকে ইসিবি সরে আসতে যাচ্ছে বলে জানিয়েছে ক্রিকইনফো।