হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগরের জরুরী বর্ধিত সভা 

0
471

বিজ্ঞপ্তি : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষকে কেসিসি নির্বাচনে ২৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে পুনরায় ফিরিয়ে নেওয়ার প্রতিবাদে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি বিজয় কুমার ঘোষ। পরিচালনা করেন মহানগর সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা। সভায় বক্তরা বলেন, বিরেন্দ্রনাথ ঘোষ মহানগর আওয়ামীলীগের একজন ত্যাগী নেতা ও সম্পাদক মন্ডলির সদস্য। সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে ২৩নং ওয়ার্ডে মনোনয়ন দেওয়া হয় যা বিভিন্ন পত্রপত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হয়। কিন্তু দুই দিন পর মহানগর কমিটি তাকে বাদ দিয়ে অন্য প্রার্থীকে মনোনয়ন দেয়। যা অত্যন্ত লজ্জার ও দুঃখজনক। সংখ্যালঘুদের প্রতিনিধি বীরেন্দ্রনাথ ঘোষের সাথে এধরণের ন্যাক্কারজনক সিদ্ধান্তের জন্য নেতৃবৃন্দ সংক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে। কেন্দ্রিয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভুল বুঝিয়ে অনৈতিক কাজটি করা হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুসহ সাধারণ মানুষের মাঝে তাই আজ ক্ষোভের সৃষ্টি হয়েছে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এজন্য আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হলে তার দায় মহানগর নেতাদেরই নিতে হবে। সভায় কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে মতামতের ভিত্তিতে পরবর্তি কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়। এসময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মিঃ সরোজ মল্লিক, শ্যামল রায়, সমর কুন্ডু, এ্যাড. পরিমল কুমার রায়, প্রশান্ত দাস, শিবু রায়, গোপাল ঘোষ, বিপুল পোদ্দার, রবীন্দ্রনাথ সাহা, রঘুনাথ ঘোষ কালা, নিলয় মুখার্জী, বিশ্বজিৎ দে সরকার, জন বুলেট ঘোষ, অশোক সাহা, বিপ্লব দাস, বলরাম ঘোষ, শুকদেব কুমার ঘোষ, অভিজিৎ বিশ্বাস, সঞ্জয় রানা, নারায়ন চন্দ্র মন্ডল, মিন্টু আঢ্য, সুমন কুমার দাস, এ্যাড. রামপদ পোদ্দার, বিধান চন্দ্র ঘোষ, তুষার সরকার, শ্রীমতি মুক্তি রায়, ভবতোষ ঘোষ, প্রভাশক বিনয় কৃষ্ণ সাহা, এ্যাড. প্রহ্লাদ ঘোষ, প্রভাষ হালদার খোকন, সমীর কুমার সরকার, দিলিপ কুমার বিশ্বাস, বিমল সাহা, আনন্দ কুমার স্বর, অনিমেষ কুমার সাহা, অমিত চক্রবর্তি, অলোক পোদ্দার, নিখিল বিশ্বাস, রবীন্দ্র নাথ মিত্র, কমল পাল, শংকর সাহা, নীলমনি পাল, ল²ন কুমার পাল, শেখর রায়, বিজয় কৃষ্ণ মন্ডল, আদিত্য বড়–য়া, মানিক সরকার, অলোক সাহা, দিলিপ সাহানী, জীতেন্দ্রনাথ রায়, নৃপেন্দ্রনাথ বৈরাগী, সুকুমার সাহা, শ্যামল সাহা, প্রদ্যুৎ সাহা, সঞ্জীব মন্ডল, কৃষ্ণপদ দে, ননী গোপাল বিশ্বাস, মিলন মজুমদার, বিধান রায়, বিশ্বজিৎ দে মিঠু, রবার্ট নিক্সন ঘোষ, তপন চক্রবর্তি, বাপ্পা সাহা, দিনেশ রায়, দীনেশ রায় প্রমুখ।