হাড়িভাঙ্গায় মৎস্য ঘের জবর দখলের অভিযোগ

0
251

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের হাড়িভাঙ্গায় মৎস্য ঘের জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে মৃত মহেন্দ্র নাথ গোলদারের ছেলে মহাদেব গোলদার ৩/১/১৮ তারিখে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ ধারায় ৫৩/১৮নং একটি পিটিশন মামলা দায়ের করেছেন। যাহা ৪/২/২০২০ তারিখে দিন ধার্য্য রয়েছে। মহাদেব গোলদার জানান, পৈত্রিক ও ওয়ারেশ সূত্রে হাড়িভাঙ্গা মৌজায় ২০৫নং খতিয়ানসহ আরও ৪টি খতিয়ানে মোট ৫১ শতক জমির মৎস্য ঘের দীর্ঘ ১২/১৩ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে এক মাস আগে মাছের পোনা ছেড়েছি। নাটানা গ্রামের মৃত মহেন্দ্র নাথ গোলদার ওরফে হাজু গোলদারের ছেলে রাসুদেব গোলদার জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এব্যাপারে ১৬/১/২০ তারিখে অবৈধ দখলদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে এএসআই রিয়াজ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে ২৭/১/২০ তারিখে থানায় দুই পক্ষের কাগজপত্র নিয়ে থানায় হাজির হওয়ার কথা বলেছেন। তা উপেক্ষা করে রাসুদেব গোলদার বাঁধ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এব্যাপারে মহাদেব গোলদার সুষ্ঠু তদন্ত পূর্বক ন্যায় বিচারের দাবী জানিয়েছেন।