হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে খুলনাবাসীর সাথে প্রতারণা করেছেন বিএনপি’র মঞ্জু

0
305

খবর বিজ্ঞপ্তি : আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নেতা এস এম কামাল হোসেন বলেছেন, হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে খুলনাবাসীর সাথে প্রতারণা করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তিনি হলফনামায় উল্লেখ করেছেন, ‘তার বছরে আয় ২ লাখ টাকা।’
নজরুল ইসলাম মঞ্জুর কাছে তিনি প্রশ্ন করে বলেন, তাহলে কি তিনি খুলনা শহরে চাঁদা তোলেন? ইজিবাইক সেক্টরে যে পরিমাণ চাঁদা আদায় করা হয় তার ভাগ কি তিনি পান? নাকি খুলনা সিটি কর্পোরেশনে খালেক সাহেবের রেখে যাওয়া টাকার ভাগ মনি সাহেবের কাছ থেকে তিনি পেয়েছেন? নাকি অন্য কোন মাধ্যমে তিনি অবৈধ টাকা উপার্জন করেন? কেননা বছরে তার গাড়ীর জন্য ৪০ হাজার টাকা দিতে হয়। তেলের টাকা, ড্রাইভারের খরচ, ছেলেমেয়ের পড়াশুনা, সংসার খরচ তিনি কিভাবে পূরণ করেন তা খুলনাবাসী জানতে চায়।
এস এম কামাল হোসেন আরও বলেন, শেখ হাসিনার অব্যাহত উন্নয়নকে ধরে রাখতে হলে তাঁর মনোনীত মেয়র প্রার্থী কর্মবীর তালুকদার আব্দুল খালেককে মেয়র নির্বাচিত করে মহানগরীকে তিলোত্তমা নগরীতে পরিণত করতে হবে। সোমবার রাত ৮টায় খুলনা সদর থানা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।