হলদেপোতা টু প্রতাপনগর সড়ক সামান্যর জন্য চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে

0
548

মইনুল ইসলাম, আশাশুনি:
আশাশুনি উপজেলার কাদাকাটির হোলদেপোতা থেকে প্রতাপনগর, প্রতাপনগর থেকে কুল্যা, কুল্যা থেকে দরগাহপুর সড়কের প্রতি মধ্যে সামান্য কিছু কিছু অংশ জরাজির্ণ হওয়ায় এলাবাসীর চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে। সাতক্ষীরা জেলা শহর থেকে আশাশুনি, পাইকগাছা, তালা ও কয়রা উপজেলার একমাত্র সহজ সড়ক এই কুল্যা টু দরগাহপুর, কাদাকাটির হোলদেপোতা টু প্রতাপনগর সড়ক। এছাড়া এ সড়কটি টি আশাশুনি উপজেলার দক্ষিণঞ্চালের সহ পাইকগাছা কয়রা তালা উপজেলার সাথে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখে। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবহন চলাচল করে। এ সড়কের প্রতিমধ্যে কিছু কিছু স্থানে সড়ক ধ্বস নামার কারণে সড়কটি বসে গিয়ে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সকল সড়কের উভয় পাশে মৎস্য ঘের তৈরী হওয়ার ফলে এবং মৎস্য ঘেরের পানির ঢেউয়ের আঘাতে সড়কের ধারের মাটিতে ধ্বস নামে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন অঞ্চলের সরকারি সড়কের পাশে পৃথক বাঁধ দিয়ে আউট ড্রেন করার জন্য মাইকিং করেছেন। যাতে ঐ সড়কগুলো পানি ও ঢেউ এর হাত থেকে সড়ককে রক্ষা করা সম্ভব হয়। আশাশুনি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো রক্ষার্থে উপজেলা প্রশাসন ও জন প্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।