হরিণটানায় কমিউনিটি পুলিশিং ফোরামের সচেতনমূলক সমাবেশ

0
341

খবর বিজ্ঞপ্তি: রবিবার সকাল ১১ টায় খুলান মহানগরীর হরিণটানা থানাধীন ৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্দোগে গুজব, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে গনসচেতনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় ময়ুর ব্রীজ সংলগ্ন চত্বরে সংগঠনের সভাপতি মোঃ জলিল তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ এহস্না শাহ্। বিশেষ অথিতির বক্তৃতা করেন সহকারী পুলিশ কমিশনার কে, এম,পি মোঃ আবুল খায়ের ফকির, হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, থানা পুলিশিং কমিটির সভাপতি সৈয়দ ইমাম হাসান বাচ্চু, সাধারন সম্পাদক অনুপ গোলদার। ৩নং ওয়ার্ড পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শেখ শাহিনের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান, শেখ মোঃ আবু সাইদ , মিলন ঢালী, ইকতিয়ার হোসেন শেবা, প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, সেলিম মৃধা, কামরুজ্জামান লিখন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আসমান কাজী, মোঃ সালাহউদ্দীন ও আসাদুর রহমান প্রমূখ। গুজবকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ এহস্না শাহ্ বলেন- একশ্রেণীর অসাধু ব্যক্তি গুজব সৃষ্টি করে সমাজে অস্থীরতার সৃষ্টি করতে ষড়যন্ত্র করে চলেছে। এদের বিরুদ্ধে পুলিশ বাহিনী সর্বদা সতর্ক দৃষ্টি রেখেছে। আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশের সহযোগীতা নেওয়ার আহবান জানান।