হবিগঞ্জে কটন মিলে আগুন

0
215

টাইমস ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়ায় সায়হাম কটন মিলে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গত বুধবার গভীর রাতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, গভীর রাতে সায়হাম কটন মিলের ১নং তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ভয়ানক আকার ধারণ করে। পরে এই গোডাউন থেকে পার্শ্ববর্তী ২নং গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ও চুনারুঘাট ফায়ার সর্ভিস ঘটনা¯’লে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পাশাপাশি আইনশ”ড়খলা পরি¯ি’তি নিয়ন্ত্রণে রাখতে মাধবপুর থানা পুলিশ ঘটনা¯’লে কাজ করে। টানা কয়েক ঘণ্টা চেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা শিমুল মো. রফি জানান, রাত সাড়ে ১২টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা¯’লে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। সায়হাম কটন মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার আমিনুর রহমান জানান, গুদামে প্রায় ১৫ হাজার বেল তুলা ছিল। অগ্নিকা-ে তাদের অন্তত ৭০ থেকে ৭৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।