সড়ক দুর্ঘটনা রোধ গণ সচেতনতা মূলক ক্যাম্পেইন নিসচা’র

0
782

সংবাদ বিজ্ঞপ্তি:
সড়ক দুর্ঘটনা রোধ গণ সচতনতা মূলক ক্যাম্পেইন
নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা শাখা ও ছিন্নমুল/বন্ধু’র হিম, খুলনা এর উদ্যোগে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে আসুন ট্রাফিক আইন মেনে চলি, সড়ক দুর্ঘটনার ঝুকি কমিয়ে জীবন রক্ষা করি বিষয়ক গণ সচতনতা মূলক ক্যাম্পেইন নগরীর শিববাড়ী মোড়ে ২০ নভম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত নাগরিক সমাজ খুলনা’র আহবায়ক এ্যাড. মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) সিদ্দিকুর রহমান।
নিরাপদ সড়ক চাই (নিসচা)’র জেলা সভাপতি হাছিবুর রহমান হাছিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ও কেন্দ্রিয় নির্বাহী সদস্য এসএম ইকবাল হোসেন বিপ্লব এর সঞ্চলনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সদর থানা আওয়ামীলীগ নেতা শামসুদ্দিন আহমেদ শাম, বহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, নিসচা’র জেলা সহ-সভাপতি সেলিম খান, এনসিআরবি’র সহ-সভাপতি এ্যাড. শেখ ফিরোজ আহমেদ, ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সা: সম্পাদক জাকির হোসেন, সাবেক কাউন্সিলর মামুনুরা জাকির খুকুমনি, শিক্ষক জিএম মহিউদ্দিন, শুভছা বক্তব্য রাখেন ছিন্নমুল মানব কল্যান সোসাইটি’র সাধারন সম্পাদক আবুল হোসেন, এএফসি’র নির্বাহী পরিচালক দেশ আহমেদ রাজু, দেশবাংলা একাডেমীর সভাপতি রাকিবুজ্জুামান রকিব,আলহাজ্ব হোসাইন মোহাম্মদ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আফজাল হোসেন রাজু, ইশরাত আরা হীরা, সামসুন নাহার লিপি, কামরান হাচান মন্টু, এসএমএ রহিম, এম মোস্তফা কামাল, মোসলেমউদ্দিন হাওলাদার, ফিরোজ আলী, উম্মে খাইর সালমা, শামীমা রহমান রুনী, মিলন বিশ্বাস প্রমুখ।

ক্যাম্পেইন ৪জন হিজড়া ট্রাফিক পুলিশের সাথে সহযোগী হিসেবে ৩০ মিনিট দায়িত্ব পালন করেন।
অপরদিকে হিজড়াদের স্মরণ দিবস-২০১৭ উপলক্ষে পাখী হিজড়ার নেতৃত্বে সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্যালয়, সিভিল সার্জন অফিস, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পুলিশ সুপারের কার্যালয় ও ট্রাফিক অফিসের উদ্ধতন কর্মকর্তাদের সাথে নির্যাতন ও সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রচারপত্র বিতরণের সাথে মতবিনিময় করেন।