স্যামসাংয়ের প্রথম ক্যামেরা ফোনটিতে ২০ টি ছবি তোলার সুযোগ ছিল!

0
524

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, খুলনাটাইমস:

অ্যাপলের আইফোনের পরেই দামি ফোন উৎপাদন করে দক্ষিণ কোরিয়ার স্যামসাং। অ্যানড্রয়েড ফোনের বাজারে আধিপত্য বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। অনেকেই স্যামসাং ফোনের ইতিহাস জানেন না। আজ থেকে ১৮ বছর আছে ২০০০ সালে সর্বপ্রথম ক্যামেরা সমৃদ্ধ ফোন আনছে স্যামসাং। ওই ফোনটির মডেল ছিল এসসিএইচ-ভি২০০।
স্যামসাংয়ের প্রথম ক্যামেরা ফোনটিতে ২০ টি ছবি তোলার সুযোগ ছিল। প্রতিটি ছবির সাইজ ছিল ০.১১ মেগাপিক্সেল।
এর কয়েক বছর পর স্যামসাং ক্যামেরা সমৃদ্ধ ফ্লিপ ফোন আনে। ওই ফোনটির মডেল ছিল এসসিএইচ-এক্স৫৯০। এই ফোনটির ক্যামেরায় কারিশমা ছিল। এই ক্যামেরা ঘুরিয়ে রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা যেতে। সেটিই ছিল স্যামসাংয়ের প্রথম সেলফি ক্যামেরার ফোন। যদিও সেই যুগে সেলফি ক্যামেরার প্রচলন খুব একটা ছিল না। ওখনও অ্যানড্রয়েড ফোনের জন্ম হয়নি।

তার পরের বছরই স্যামসাং আরেকটি ফ্লিপ ফোন আনে। মডেল এসসিএইচ-ভি৪২০। সে সময় স্যামসাংয়ের ফ্লিপ ফোনের বেশ কদর ছিল।
২০১০ সালে স্যামসাং তাদের প্রথম গ্যালাক্সি ফোন গ্যালাক্সি এস বাজারে আছে। এই ফোনটিতে ক্যামেরার উপর বেশ গুরুত্ব দেয়া হয়েছিল। এতে প্যানারোমা, স্টপ মোশন এবং কার্টন শট নেয়ার সুযোগ ছিল। এটি ছিল স্যামসাংয়ের টাচ স্ক্রিন সমৃদ্ধ প্রথম ফোন।
এরপর একে একে নিত্যনতুন ডিজাইন ও মডেলের ফোন আনতে থাকে।

ইন্টারনেট।
সংবাদটি শেয়ার করুন।