স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছে তারা চির স্মরণীয় হয়ে থাকবে: সালাম মুর্শেদী এমপি

0
391

রূপসা প্রতিনিধি: খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছে তারা চির স্মরণীয় হয়ে থাকবে। তাদের স্মৃতি রক্ষায় বর্তমান সরকার নানামূখী উন্নয়ন কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় এই মাজার কমপ্লেক্সে কাজ চলছে। শুক্রবার বেলা ১২টায় বীরশ্রেষ্ঠ রহুল আমিন ও বীরবিক্রম মহিবুল্লাহ’র পূর্ব রূপসাস্থ মাজার এর উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শন শেষে তিনি শহীদদ্বয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন। পরে তিনি মাজার গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্ম সূচির উদ্বোধন করেন।
বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনকালে তিনি বলেন, পরিবেশ ভারসাম্য রক্ষায় এ উপজেলায় একলাখ গাছ লাগানো হবে।প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে এসব গাছ লাগানো হবে। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপির সহোদর ও জাতীয় পদকপ্রাপ্ত ক্রীড়াবিদ আজাদ আবুল কালাম মিস্টার বাংলাদেশ, রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড এম এম মুজিবর রহমান, সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলো আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, জেলা শ্রমিক লীগের সভাপতি বিএম জাফর, জেলা স্বেচ্ছা সেবকলীগ নেতা মালিক সরোয়ার, নৈহাটী ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল, জাহাঙ্গির শেখ, রূপসা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফ ম আঃ সালাম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন মুকুল, আইয়ুব মল্লিক বাবু, সৈয়দ মোরশেদুল আলম বাবু, শ্যামল দাস,আব্দুল গফুর খান, সাবেক চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আরিফুর রহমান মোল্লা, বিনয় হালদার,জমির হোসেন, রুহুল আমিন রবি, যুবলীগ নেতা আবু আহাদ হাফিজ বাবু, হারুন মোল্লা, সেকেন্দার মোল্লা, মামুন শেখ, হুমায়ুন কবির সজল, মানিকুল ইসলাম। পরে বিকাল ৪ টায় নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ে আলো ফুটবেই সালেহীন প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে প্রধান অতিথি থেকে আলোচনা ও বৃক্ষ রোপন ও হুইল চেয়ার বিতরণ। স্বাগত বক্তৃতা করেন আলো ফুটবেই বিদ্যালয়ের পরিচালক আলমগীর হোসেন শ্রাবন। এছাড়া প্রধান অতিথি বিকাল সাড়ে ৫ টায় রূপসা উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু’র মৃত্যু বার্ষিকী পালন ও প্রয়াত এমপি মোস্তফা রশিদী সুজার মৃত্যু বাষির্কী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।