স্বস্তিতে পূজা চেরি

0
1098

খুলনাটাইমস বিনোদন: পূজা চেরি ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত নায়িকা । গত কয়েক বছরে তার অভিনীত বেশিরভাগ সিনেমাই ব্যবসায় সফল হয়েছে। কাজ করেছেন যৌথ প্রযোজনার সিনেমায়ও। রোমান্টিক থ্রিলার ও কমেডি ধাঁচের এসব সিনেমায় পূজার অভিনয়ে সাবলীলতার ছোঁয়া পেয়েছেন দর্শকরা। রোমান্টিক পূজাকেই দেখতে দর্শকরা অভ্যস্ত। তবে স¤প্রতি এ নায়িকা ব্যস্ত রয়েছেন ‘জিন’ নামের ভৌতিক একটি চলচ্চিত্র নিয়ে। এমন চলচ্চিত্রে এবারই প্রথমবার কাজ করছেন পূজা। বাণিজ্যিক ঘরানা থেকে বের হয়ে ভৌতিক সিনেমায় কাজ করার বিষয়ে কিছুটা সংশয় ছিল পূজার মধ্যে। তবে শুটিং শুরু হওয়ার পর থেকে সব ধরনের সংশয় কেটে গেছে তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের এমনই চমকপ্রদ খবর জানান বড় পর্দার এ অভিনেত্রী। পূজা চেরি বলেন, ‘প্রথম দিকে আমার মধ্যে কিছুটা সংশয় কাজ করত। আমাকে দিয়ে ভ‚তের ছবি আদৌ হবে কিনা? তবে সেটে এসে আমার সব রকমের সংশয় পাল্টে যায়। আর নাদের স্যারের (নাদের চৌধুরী) মতো মানুষের সঙ্গে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত। তিনি কোনো কিছুতেই ছাড় দিচ্ছেন না। যতক্ষণ পর্যন্ত একটি শট যুতসই না হচ্ছে তখন পর্যন্ত টেক নিচ্ছেনই। কস্টিউমের বেলায়ও বেশ খুতখুতে তিনি। পূজা আরও বলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম মোনালিসা কিন্তু সবাই আদর করে মোনা বলে ডাকে। এটা একটা ভৌতিক ছবি। জিন নিয়েই ছবির গল্প। আর এই ছবিতে জিনটা আমার উপরেই ভর করে। যদিও আমি ভ‚তের ভয় পাই না। এখন পর্যন্ত যতটুকু কাজ করেছি আমি খুব উপভোগ করেছি। এ ছবিতে পূজার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল হক রোশন। এ ছবির বিশেষ একটি চরিত্রে দেখা যাবে ছোট পর্দার অভিনেতা সজলকে। এদিকে গত মাসের ২৬ তারিখে ঢাকার অদূরে সাভারের আমিনবাজারে শুরু হয় এ সিনেমার প্রথম লটের কাজ। দ্বিতীয় লটের কাজ শুরু হবে টাঙ্গাইল ও মানিকগঞ্জে। জানা গেছে, সিনেমাটি জিনকে কেন্দ্র করে অতিপ্রাকৃত কিছু ঘটনা তুলে ধরা হবে। মূলত ইসলাম ধর্মে জিন সম্পর্কে যেমন ধারণা দেয়া আছে সিনেমাতে সে বিষয়টিই দেখানো হবে। গ্রামীণ আবহে ‘জিন’ পরিচালনা করছেন অভিনতো ও নির্মাতা নাদের চৌধুরী। আর প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। জাজের ব্যানারে এ নিয়ে টানা চারটি ছবি করে ফেলেছেন পূজা চেরী। এর মধ্যে রায়হান রাফী পরিচালিত পোড়ামন টু ও দহন সিনেমা দুটি ছিল সবচেয়ে বেশি আলোচনায়। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিতে পূজা-রোশান ছাড়া আরও অভিনয় করছেন সজল, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী ও হিরা প্রমুখ।