স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণে দেবহাটায় মেলা

0
196

দেবহাটা প্রতিনিধি: স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ, বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তার সুযোগ্য কন্যা দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বল্পোন্নত দেশকে উনয়নশীল দেশে উত্তোরণ করিয়েছেন। এটি বাংলাদেশের একটি বড় অর্জন। ইতিমধ্যে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নীতি সংক্রান্ত কমিটি (সিডিপি) এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এ উপলক্ষে সারা দেশের সাথে একযোগে দেবহাটায় দিন ব্যাপী মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১১টায় মুক্তমঞ্চ চত্বরে মেলার উদ্ধোধন এবং বিকাল ৪টায় সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাঁকজমকপুর্ণ এ মেলায় দেশের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরে স্টল প্রদর্শন করে উপজেলা সংশ্লিষ্ট প্রতিটি দপ্তর। স্টল গুলোর মধ্যে ১ম স্থান অধিকার করে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির দেবহাটা সাব-জোনাল অফিস, ২য় স্থান অধিকার করে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্য্যালয় এবং ৩য় স্থান অধিকার করে উপজেলা শিক্ষা অফিস। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সস্পাদক মনিরুজ্জামান মনি,উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মো তিতুমীর ,প্রাণী সম্পদ কর্মকর্তা তৌহিদ হোসেন,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শেখ ইয়াছিন আলী,পল্লী বিদ্যুতের এজিএম জহুরুল ইসলাম,দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু,সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন,শিক্ষা অফিসার শাহাজান আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন.জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হাসানসহ বিভিন্ন দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চলনা করেন সমাজ সেবা অফিসার অধির কুমার গাইন।