স্পেনে করোনভাইরাস: চায়নায় ফিরে গেল উহান ফুটবল দল

0
296

খুলনাটাইমস স্পোর্টস: স্পেনে ব্যপকহারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় শেষ পর্যন্ত চায়নায় ফিরে গেছে চাইনিজ সুপার লিগের ক্লাব উহান জাল। প্রাক মৌসুম অনুশীলনের জন্য প্রায় দেড় মাস যাবত চাইনিজ ক্লাবটি স্পেনে আটকা পড়েছিল। চায়নায় এতদিন যাবত করোনাভাইরাসের ব্যপক সংক্রমন থাকায় দলটি দেশে ফিরতে পারছিল না। প্রাথমিক ভাবে দলটির ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত স্পেনে থাকার পরিকল্পনা করেছিল। কিন্তু পরে স্পেনের দক্ষিণনাঞ্চলীয় প্রদেশে মার্চের শেষ পর্যন্ত থাকার সিদ্ধান্ত নেয়। তবে স্পেনসহ সাড়া ইউরোপ জুড়ে ক্রমেই করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত দেশে ফিরে গেছে উহানের ক্লাবটি। দলটির স্প্যানিশ কোচ হোসে গঞ্জালেজ বলেছেন, ‘চায়নায় এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। মে মাসে চাইনিজ লিগ শুরুর কথা রয়েছে। দেশে ফিরে অবশ্য আমাদের কোয়ারেন্টাইনে যেতে হবে। সে কারনেই যত দ্রুত আমরা দেশে ফিরতে পারবো ততই ভাল।’ ক্লাবটি প্রথমে চীনের শেনজেন শহরে যাবে। এখানেই তাদের প্রাক মৌসুম অনুশীলণ শেষ করার কথা রয়েছে। এবারের চাইনিজ সুপার লিগ মৌসুম ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবার কথা থাকলেও শেষ পর্যন্ত ভাইরাসের কারণে তা পিছিয়ে দেয়া হয়েছে।