স্পিকারকে ইসির চিঠি

0
384

অনলাইন ডেস্কঃ   
আসন্ন তিন সিটি করপোরেশন (রাজশাহী, বরিশাল ও সিলেট) নির্বাচনের প্রচারণায় যাতে সংসদ সদস্যরা অংশ না নেন, সেজন্য স্পিকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়ায় গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের মেয়রকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। স্পিকারকেও চিঠি দেওয়া হয়েছে যাতে সংসদ সদস্যরা নির্বাচনে প্রচারণায় অংশ নিতে না পারেন।

আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে কী কথা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী তিন সিটি নির্বাচন সুষ্ঠু করতে তারা কমিশনকে সার্বিক সহযোগিতা করবেন।

বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, কাউকে হয়রানি বা উদ্দেশ্যমূলকভাবে নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

তিন সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে পুনরায় ডাকার বিষয়ে তিনি বলেন, তিন সিটি নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাতে তাদের ডাকা হয়েছে। তারা বলেছেন, নির্বাচনের পরিবেশ ভালো আছে। এছাড়া, নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে অহেতুক কাউকে হয়রানি করা না হয়।