স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন আইন হচ্ছে

0
190

টাইমস ডেস্ক:
স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচনের বিভিন্ন আইনে নির্বাচন সংক্রান্ত প্রচলিত বিধানের মৌলিক বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে একটি একীভূত আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি প্রস্তাবিত আইনে কিছু ইংরেজি পদ-পদবী বাংলা শব্দ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। আইনটি চূড়ান্ত করতে সোমবার সুশীল সমাজ, রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অংশীজনের মতামত দেয়ার আহ্বান জানিয়েছে ইসি। ইসি সূত্র জানায়, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন আইন, ২০২০’ এর একটি খসড়া গত ১ নভেম্বর ইসি সচিবালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন আইন, ২০২০ এর বিষয়ে মতামত দেয়ার জন্য কমিশন ১৫ দিন সময়সীমা বাড়িয়েছিল। এ অবস্থায় আগামী ১৬ নভেম্বরের মধ্যে সুচিন্তিত মতামত ও পরামর্শ থাকলে সফটকপিসহ দেয়ার আহ্বান জানিয়েছে এ সাংবিধানিক প্রতিষ্ঠানটি।