স্থপতি হওয়ার স্বপ্ন পূরণ হলো না খুবির ছাত্রী শারমিনের : শোক

0
464

স্থপতি হওয়ার স্বপ্ন পূরণ হলো না খুবির ছাত্রী ফাহমিনা শারমিনের । শারমিন পিতা-মাতার একমাত্রসসন্তান। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের প্রথম টার্মের মেধাবী শিক্ষার্থী ফাহমিনার হার্টের ছিদ্র ধরা পড়ার পর উন্নত চিকিৎসার জন্য ভারতের ব্যাঙ্গালুরে নেওয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট প্রয়োজনীয় চিকিৎসা প্রস্তুতির সময়কালেই তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। ভারত থেকে মঙ্গলবার রাতে তার লাশ চাপাইনবাবগঞ্জের বটতলারহাট এলাকার বাড়িতে পৌছিলে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পিতা-মাতা আত্মীয়স্বজন, সুদুর খুলনা বিশ্ববিদ্যালয় থেকে যাওয়া তাঁর শিক্ষক, সহপাঠি ছাত্র-ছাত্রীরা কান্নায় ভেঙ্গে পড়েন। রাতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পারিবারিকভাবে জানাযায়, ফাহমিনা অন্যকোনো বিষয় না পড়ে স্থাপত্যবিদ্যা পড়ে স্থপতি হওয়ার স্বপ্ন নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হ
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান স্থাপত্য ডিসিপ্লিনের মেধাবী শিক্ষার্থী ফাহমিনা শারমিনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবিৃতিতে তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সাইটে স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রেজাউল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম রফিজুল হক, স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা, ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ ফাহমিনা শারমিনের অকালমৃত্যুতে অনুরুপ গভীর শোক প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তি