সৈয়দপুরে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ৪৭তম শাখা উদ্বোধন

0
412

খুলনাটাইমস (সৈয়দপুর, নীলফামারী) : ব্যাংকিং সেবা প্রান্তিক জনগোষ্ঠির দোরগোড়ায় পৌছে দিতে সৈয়দপুরে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর ৪৭তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৫ আগস্ট শহরের উপকণ্ঠে ঢেলাপীর বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার শুভ উদ্বোধন করেন এভিপি এবং রিজিওনাল ম্যানেজার রংপুরের মো. আবু জুয়েল। এ সময় বিশেষ অতিথির বক্তব্য বলেন, মো. আবদুস সালাম এরিয়া ম্যানেজার নীলফামারী, মো. মেহেদী হাসান এরিয়া ম্যানেজার রংপুর, মো. আবদুর রাজ্জাক সিনিয়র সেল্স ম্যানেজার রংপুর ও মো. আসাদুজ্জামান সেল্স ম্যানেজার নীলফামারী। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেসার্স হাজী ট্রেডার্সের সত্ত¡াধিকারী হাজী আবদুস সামাদ। প্রধান অতিথি বলেন, আমাদের সেবা একশত ভাগ নিরাপদ। আপনারা মাত্র ১০ টাকা ব্যয়ে আঙ্গুলের ছাপ দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওই আঙ্গুলের ছাপ ছাড়া আপনার অ্যাকাউন্ট থেকে কেউ টাকা উত্তোলন করতে পারবেন না। টিপসহি দিয়েও বায়োমেট্রিক ছাপ নিয়ে আমরা অ্যাকাউন্ট খোলার সুযোগ করেছি। আপনারা এখানে ১০ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত মাসিক হারে জমা করতে পারবেন। এছাড়াও আমাদের সুযোগ রয়েছে ডিপিএস, কারেন্ট ও সেভিং অ্যাকাউন্ট খোলা। এটিএম কার্ড সংগ্রহ করতে আমাদের এখানে নেয়া হয় সাড়ে ৩শ’ টাকা। অথচ অন্যান্য ব্যাংকে এর দ্বিগুণ টাকা নেয়া হয়। এজেন্ট মো. মোহেবুল্লাহ সরকার বাদল বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বল্প আয়ের শ্রমিকরাও এখানে অনেক সুযোগ সুবিধা পাবেন। এ ব্যাংকিং থেকে আমরা চাকুরি, ব্যবসায়ী, গাড়ী এবং বাড়ির লোন দিয়ে থাকি।