সেমিতে যারা মুখোমুখি হবে

0
424
বঙ্গ-নিউজ

স্পোর্টস ডেস্ক:

রাশিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ক্রোয়েশিয়া। এর মধ্য দিয়ে সেমিফাইনালের চার দল পেয়ে গেল ২০১৮ বিশ্বকাপ। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে সেমি-যুদ্ধে অবতীর্ণ হবে তারা।

দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে বিজয়ী দলের নাম ইংল্যান্ড। পরের কোয়ার্টারে জয়ী দল ক্রোয়েশিয়া। নিয়ম অনুযায়ী, দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে থ্রি-লায়নস ও ক্রোয়াটরা। আগামী ১১ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে গড়াবে তাদের মহারণ।

কোয়ার্টারের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ফ্রান্স-উরুগুয়ে। যেখানে উরুগুইয়ানদের ২-০ গোলে হারিয়ে সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট কাটে ফরাসিরা। দ্বিতীয় কোয়ার্টারে তুমুল লড়েও বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে যায় ব্রাজিল। এ ম্যাচে জয়ী হ্যাজাডর্-ব্রুইনাদের সঙ্গে প্রথম সেমিফাইনালে লড়বে এমবাপ্পে-গ্রিজম্যানরা। তাদের মহারণ হবে ১০ জুলাই সেন্ট পিটাসবার্গে।

আপাতত ২ দিনের বিরতি। এরপরই শুরু হবে সেমি-যুদ্ধ। যেখানে নেই কোনো লাতিন দল। অর্থাৎ এবারের সেমিফাইনাল হবে অল-ইউরোপিয়ান। এ নিয়ে পঞ্চমবারের মতো হতে যাচ্ছে ইউরোপিয়ান চার দেশের মধ্যে সেমির যুদ্ধ।