সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন : আমাদের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক

0
422

নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন রাজনৈতিক প্রভাব ও সহিংসতা মুক্ত করতে হলে রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চা বৃদ্ধি করতে হবে। নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন ও যোগ্য প্রার্থীকে অগ্রাধীকার দিতে হবে। একই সাথে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী ও কার্যকরী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। নির্বাচন কমিশনের ক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধি করতে হবে। ভোটারদের আরো সচেতন হতে হবে নারীদের রাজনৈতিকভাবে বিকশিত করতে হবে। সকল দলের সহযোগিতায় এ কাজটি করতে হবে। সচেতন সোচ্ছার জনগোষ্ঠীই সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন অন্যতম ভূমিকা পালন করতে পারে। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে এ সভা সময় উপযোগী বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনঃ আমাদের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় পিস প্রেসার গ্রæপ (পেভ) খালিশপুর কমিটির উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়। শনিবার বিকেলে খালিশপুর সাগর পার্টি সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পেভের সমন্বয়কারী আলহাজ্ব লোকমান হাকিম। সুশাসনের জন্য নাগরিক সুজনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জুর সঞ্চালনায় বক্তৃতা করেন পেভের এ্যাম্বাসেডর শরিফ শফিকুল হামিদ চন্দন, এড. আনোয়ারা মমতাজ ও নিজাম উর রহমান লালু, সুজন বটিয়াঘাটার সমন্বয়কারী প্রলাদ জোয়াদ্দার, জেলা সমন্বয়কারী পলাশ মন্ডল, নাগরিক নেতা মেজর (অবঃ) ডাঃ হাবিবুর রহমান, খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. ফজলে হালিম লিটন, আ’লীগ নেতা হাসান হাফিজুর রহমান, শ্রমিক নেতা খলিলুর রহমান, আক্তার হোসেন, ক্বারী মিজানুর রহমান, বদিয়ার রহমান, কামাল ব্যাপারী, পেভের সদস্য খলিলুর রহমান সুমন প্রমূখ।