সুরের ভুবন সঙ্গীত একাডেমীর “আমারে দেবোনা ভুলিতে” শীর্ষক স্মরণানুষ্ঠান

0
630

খবর বিজ্ঞপ্তি:
জাতীয় কবি নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সুরের ভুবন সঙ্গীত একাডেমীর আয়োজনে “আমারে দেবোনা ভুলিতে”শীর্ষক এক আলোচনা সভা ও কবিকে নিবেদিত সঙ্গীতানুষ্ঠান শনিবার বিকাল ৫টায় খুলনার নান্দিক একাডেমী প্রাঙ্গনে সুরের ভুবন সঙ্গীত একাডেমীর সভাপতি শিল্পী তরুন মজুমদারের সভাপতিত্বে ও এল কে টফি’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শোকাবহ আগস্টে যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনায় কবি নজরুলের সাহিত্যকর্ম ও জীবন দর্শনের উপর আলোকপাত করেন- বেতার ব্যক্তিত্ব কবি এস এম হুসাইন বিল্লাহ, কবি ও প্রাবন্ধিক শেখ অলিউর রহমান, জেসমিন জামান, তপতী দত্ত ও সংগঠনের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন রায়। বক্তারা বলেন- নজরুল আজীবন খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করে গেছেন তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সাম্যের গান গেয়েছেন তাই তার গান, কবিতা সকলের মাঝে ছড়িয়ে দেবার আহবান জানান। পরে কবিকে নিবেদিত সঙ্গীত পরিবেশন করেন- নিপা হাজরা, অর্জুন মিস্ত্রি,স্বপন গোলদার, চৈতীু বসু, রাইসা আরিস, শুভ্রা গোলদার, মোহনা বসু, পূর্ণেন্দু গোলদার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও অভিাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।