সুন্দরবনের পর্যটন স্পটগুলি উন্মুক্ত করার জন্য খুলনা চেম্বারের জোর দাবী

0
246

খবর বিজ্ঞপ্তি:
করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলার জন্য বাংলাদেশের সকল পর্যটন স্পটগুলি বন্ধ ছিল। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জোরালো পদক্ষেপের কারনে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব কমে আসায় দেশের বিভিন্ন পর্যটন স্পটগুলি পর্যায়ক্রমে দর্শনার্থিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও দেশের দক্ষিণ অঞ্চলে বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের সকল পর্যটন স্পটগুলি দর্শনার্থিদের জন্য উন্মুক্ত করা হয়নি। এতে করে দক্ষিণাঞ্চলের অপরূপ মনমুগ্ধকর এই স্পটের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীবৃন্দসহ ছয় হাজার পরিবার যেমন ক্ষতির সম্মুখিন হচ্ছেন তেমনি দেশও বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে। এখানে উল্লেখ্য যে, ৬ হাজার ৪০৪ বর্গ কিলোমিটার এরিয়ার সুন্দরবন অঞ্চলের মধ্যে মাত্র ৪ বর্গ কিলোমিটার এরিয়া দর্শনার্থীগণ ব্যবহার করে থাকেন। বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন পরিদর্শনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকগণ এ বনের সুন্দর্য্য উপভোগ করতে এখানে আসেন, এতে করে খুলনাও সকলের নিকট পরিচিতি লাভ করছে। এমতাবস্থায়, বনও পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের সকল পর্যটন স্পটগুলি জীবন-জীবিকায় সচেতনতা ও সামাজিক দুরত্ব বজায় রেখে অতিসত্বর দর্শনার্থীদের পরিদর্শনে উন্মুক্ত করার জন্য খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি কাজি আমিনুল হক জোর দাবী জানিয়েছেন।