সুন্দরবনের কালাবগি এলাকায় কোস্ট গার্ড ও বনদস্যুর মধ্যে বন্দুক যুদ্ধ, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ দস্যু আটক

0
504

এ,এইচ শাহিন, মোংলা:
সুন্দরবনের কালাবগি খাল এলাকায় কোস্ট গার্ড ও বনদস্যু বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। বন্দুক যুদ্ধের এক পর্যায়ে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই দস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। অস্ত্র-গুলিসহ আটক দস্যুদেরকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।


কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) অপারেশন অফিসার লে: আব্দুল্লাহ আল মাহমুদ জানান, বনদস্যু আসাবুর বাহিনীর সদস্যরা পশ্চিম সুন্দরবনের কালাবগি খালে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবরের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। খালের মধ্যে অভিযানকারীদের প্রবেশ করতে দেখা মাত্রই পূর্ব থেকে ওই খালে অবস্থান নিয়ে থাকা দস্যুরা গুলি ছুড়তে থাকে। এ সময় আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে প্রায় দুই ঘন্টা ধরে থেমে থেমে চলা বন্দুক যুদ্ধের এক পর্যায়ে পরাস্থ হয়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে যাওয়ার সময় বাহিনীর দুই সদস্য তাজেল (৩২) ও জাকির (৩০) কোস্ট গার্ডের হাতে ধরা পড়ে। পরে তাদেরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি দুইনালা বিদেশী বন্দুক, ২টি পাইপগান, ৪টি পাইপগানের ব্যারেল ও ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। আটক দস্যুদের বাড়ী খুলনার কয়রা এলাকায় বলে জানায় কোস্ট গার্ড। সোমবার দুপুরে উদ্ধার হওয়া অস্ত্র-গুলিসহ আটক দস্যুদের খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়।