সিরতের বড় অংশ নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানিয়েছে হাফতার বাহিনী

0
260

খুলনাটাইমস আর্ন্তজাতিক: লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার দাবি করেছেন, তার বাহিনী উপকূলীয় শহর সিরতে প্রবেশ করে বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। মুখপাত্র খালেদ আল মাহজুব বলেছেন, তাদের বাহিনী আল কারদাবিয়া বিমানঘাঁটিসহ আশেপাশের জেলাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করেছে। তবে এই দাবি অস্বীকার করেছে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার। লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের অনুরোধের প্রেক্ষিতে গত রোববার সেখানে ধাপে ধাপে সেনা মোতায়েন শুরু করেছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট জানান সেখানে একটি অপারেশন সেন্টার প্রতিষ্ঠা করে একজন লেফটেন্যান্ট জেনারেল সেখানকার সামগ্রিক পরিস্থিতি দেখভালের দায়িত্ব দেওয়া হবে। তুরস্কের সেনা মোতায়েনের ঘোষণার পর সোমবার হাফতার বাহিনী জানায় মিসতারা থেকে রওনা দিয়ে তাদের সেনারা সিরতে শহরে প্রবেশ করে। শহরের কেন্দ্রস্থলের এক বাসিন্দা হাফতার বাহিনীর গাড়িবহর শহরে ঘুরতে দেখার কথা জানিয়েছেন। বন্দুকের গুলির শব্দও শোনার কথাও জানিয়েছেন তিনি। লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার বলছে সিরতের পরিস্থিতি এখনও তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে শহরের বাইরে কিছু সংঘর্ষ হয়েছে বলে স্বীকার করা হয়েছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, হাফতার বাহিনীর হামলা প্রতিহত করে সিরতের পূর্বাঞ্চলে দুটি সামরিক যান ধ্বংস করা হয়েছে। সিরতে শহরের অবস্থান লিবীয় উপকূলের কেন্দ্রে। ২০১৬ সালে মার্কিন বাহিনীর বিমান হামলার সহায়তায় শহরটি থেকে আইএস যোদ্ধাদের বিতাড়িত করবার পর থেকেই এটির নিয়ন্ত্রণ রয়েছে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের কাছে। প্রায় পাঁচ বছর ধরে লিবিয়ায় দুটি সরকার কার্যক্রম পরিচালনা করছে। এদের মধ্যে একটি সরকারকে সমর্থন দিয়েছে জাতিসংঘ ও অন্যান্য দেশ। আরেকটি ফিল্ড মার্শাল হাফতারের নেতৃত্বাধীন। রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ নিতে গত বছরের এপ্রিল থেকে অভিযান জোরালো করেছে হাফতার বাহিনী।