সিপিএল না খেলে হজে যাচ্ছেন সাকিব

0
365
সাকিব আল হাসান, হজ, সৌদি আরব, আরটিভি অনলাইন, shakib al hasan, hajj, saudi arab, rtv online

স্পোর্টস ডেস্কঃ
ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্ট হারে ব্যর্থতা ভুলতে ওয়ানডেতে জয়টা খুবই দরকার ছিল। সেটাই হয়েছে গায়ানায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। সাকিবের ব্যাটেও এসেছে রান। সব মিলে বিশ্বসেরা অলরাউন্ডারকে আপাতত বেশ খুশিই বলা যায়।

ক্যারিবীয় সফরে ওয়ানডে সিরিজ শেষ করে সাকিবের নেতৃত্বে টাইগাররা ৩১ জুলাই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে। তারপর ৪ ও ৫ আগস্ট সিরিজের বাকি দুই ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রওয়ানা হবে বাংলাদেশ দল।

আগস্টের ৮ তারিখ থেকে শুরু হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। চলতি আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলার কথা ছিল সাকিবের। এরইমধ্যে দলটিকে জানিয়ে দিয়েছেন এবারের আসরে খেলা হচ্ছে না তার। কারণ ফ্লোডিয়ায় সিরিজ শেষ করেই দেশে ফিরছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

দেশে ফিরেই আবার বিমান ধরবেন সৌদি আরবের। উদ্দেশ্য পবিত্র হজের। আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সাকিবের পরিবারের পক্ষ থেকেই।

গেলো বছরের ডিসেম্বরে পরিবার নিয়ে পবিত্র ওমরাহ পালন করেছিলেন সাকিব।

৩১ বছর বয়সী তারকার বদলি হিসেবে দলে নেয়া হয়েছে অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে।

বল টেম্পারিংয়ের দায়ে জাতীয় দল থেকে ১ বছরের জন্য নিষেধাজ্ঞায় থাকা স্মিথ এখন খেলছেন গ্লোবাল টি-টোয়েন্টি লিগ কানাডায়।