সিনেমার শুটিংয়ে ফিরলেন অপর্ণা ঘোষ

0
413

টাইমস বিনোদন:
অপর্ণা ঘোষ। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও তার মুন্সিয়ানা দেখিয়েছেন। ব্যতিক্রমী সব গল্প ও চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করেছেন এই অভিনেত্রী। সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফার মতো গুণী শিল্পীর সঙ্গেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সর্বশেষ ‘গ-ি’ চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হন তিনি। সেই ধারাবাহিকতায় গত বছর অপর্ণা ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ শিরোনামের আরেকটি সিনেমার সঙ্গে যুক্ত হন। আবদুল মান্নানের গল্পে ছবিটি পরিচালনা করছেন হোসনে মোবারক রুমি। করোনা ও বিভিন্ন জটিলতায় সেই সিনেমাটির শুটিং আটকে যায়। সব ধাক্কা সামলিয়ে করোনা আতঙ্কের মধ্যেই অবশেষে শনিবার থেকে নওগাঁতে এর শুটিং শুরু করছেন অপর্ণা। এবার টানা কাজ করে এর শুটিং শেষ করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ইতিহাস নির্ভর সিনেমা বরাবরই আমার পছন্দ। ‘অন্ত্যেষ্টিক্রিয়া’র গল্পটা খুবই ভালো। মুক্তিযুদ্ধের সময়কালের ঘটনাটা খুব সুন্দরভাবে গল্পে তুলে ধরা হবে। লকডাউনের সময় অবসরে এই সিনেমার জন্য প্রস্তুত হওয়ার পর্যাপ্ত সময় পেয়েছি। আশা করি নিজের সর্বোচ্চটুকু দিয়েই কাজটি সম্পন্ন করতে পারবো। অনেকদিন পর সিনেমার শুটিং করতে পেরে ভালো লাগাও প্রকাশ করেন এই অভিনেত্রী। অপর্ণা এর আগে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ‘মেঘমল্লার’ ও ‘ভুবন মাঝি’ ছবিতে অভিনয় করেছিলেন। এ দুই ছবির পাশাপাশি সরকারি অনুদান পাওয়া ‘মৃত্তিকা মায়া’, ‘সুতপার ঠিকানা’ ছবিতে দেখা গেছে তাকে। এদিকে, করোনার কারণে অপর্ণা বিরতি দিয়ে টিভি নাটকে কাজ করছিলেন। বর্তমানে তার অভিনীত ‘তোলপাড়’ নামের ধারাবাহিক নাটকটি প্রচার হচ্ছে। এটির নির্মাতা মুসাফির রনি। ইদানীং ধারাবাহিকে কম কাজ করছেন অপর্ণা। এ প্রসঙ্গে তিনি বলেন, এ মুহূর্তে নতুন কোনো ধারাবাহিকে কাজ করা হচ্ছে না। একই রকম গল্পে কাজ করে আমি ক্লান্ত। টিভি নাটকের বাইরে এই অভিনেত্রী ‘সুন্দরী’ শিরোনামের একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন। এটি পরিচালনা করেছেন সিদ্দিক আহমেদ।