সিনিয়র ডিভিশন ফুটবল লীগের ফাইনালে ব্রাদার্স ইউনিয়ন

0
607

ক্রীড়া প্রতিবেদক : খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে সাইফ পাওয়ার ব্যাটারী সিনিয়র ডিভিশন ফুটবল লীগের ফাইনালে খেলা যোগ্যেতা অর্জন করেছে ব্রাদার্স ইউনিয়ন। শুক্রবার (২ নভেম্বর) সার্কিট হাউস মাঠে বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে তারা টাইব্রেকারে ৫-৩ গোলে উল্কা ক্লাবকে পরাজিত করে।
খেলার শুরু থেকেই আক্রমণ করতে থাকে ব্রাদার্স। ফলে ১৫মিনিটের মধ্যে ৩টি সহজ সুযোগ মিস করে তারা। ফলে উল্কা পাল্টা আক্রমণের সুযোগ পায়। তবে তারা গোলের তেমন সুযোগ তৈরী করতে পারেনি। গোলশুন্যে ভাবে বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরে আবারও আক্রমাণাক্তক হয়ে ওঠে ব্রাদার্স। একের পর এক সংঘবদ্ধ আক্রমণ চালায় তারা। পাল্টা আক্রমণ থেকে গোলের সহজ সুযোগ পায় উল্কা। কিপারকে একা পেয়েও গোল করতে পারেনি। নির্ধারীত সময়ে গোলশুন্যে ভাবে শেষ হয় খেলা। ফলে টাইব্রেকারে খেলার নিষ্পিত্তি হয়। টাইব্রেকারে ব্রাদার্স ইউনিয়ন ৫-৩ গোলে উল্কা ক্লাবকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। টাইব্রেকার থেকে ব্রাদার্স ইউনিয়নের সৈকত, সুজন, সোহেল রানা, সোহেল ও দিদার গোল করে। উল্কা ক্লাবের সিদ্দিকুর, জহুরুল ও দিপু গোল করে। উল্কার ৬নং জার্সি পরিহিত খেলোয়াড় প্রসেনজিৎ এর সর্ট বারের বাইরে চলে যায়। খেলায় রেফারী ছিলেন আব্দুর রহমান ঢালী, নাজমুল ইসলাম, আলি আকবর ও শাহআলম। ম্যাচ কমিশনার ছিলেন মো. শহিদুল ইসলাম লালু।
মাঠে উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যসোসিয়েশনের অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোস্তাকুজ্জামান ও হাজী মো. মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলি, কার্যনির্বাহী সদস্য এ মনসুর আজাদ, আদিলুজ্জামান আদিল, ব্রাদার্স ইউনিয়নের জেড এ মাহমুদ ডন, বাহাউদ্দিন খন্দকার, মো. ইসরাফিল মুন্সি, শেখ কামাল স্মৃতির সামসুদ্দিন আহমেদ স্যাম, এসবিআলি ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন নাসিম, উল্কা ক্লাবের শেখ মো. আরিফুজ্জামান, ফিরোজ আরেফিন, জেলা রেফারী অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক এহসানুল হক, যুগ্ম-সম্পাদক নৃপেন রায় চৌধুরী, শেখ জাহিদ হোসেন, দাউদ মোল্লাসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, সংগঠক ও হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। আজ শনিবার সার্কিট হাউস মাঠে বিকেল ৩টায় দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে শেখ কামাল স্মৃতি সংসদ বনাম মৌসুমি একাদশ।