সিনাইয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, ৭ শান্তিরক্ষী নিহত

0
168

টাইমস বিদেশ :
মিশরের সিনাইয়ে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ও পর্যবেক্ষকদের (এমএফও) একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ শান্তিরক্ষী নিহত হয়েছে। বৃহস্পতিবার শার্ম আল-শেখ শহরের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে এমএফও’র বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিহত শান্তিরক্ষীদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫ জন ছাড়াও ফ্রান্স ও চেক রিপাবলিকের একজন করে সৈন্য ছিল। দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের আরেক শান্তিরক্ষীও আহত হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে আহত ওই সৈন্যসহ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ৮ জনই নিহত হয়েছিল বলে জানানো হয়েছিল। যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে পরিচয় প্রকাশ না করা এমএফও’র এক কর্মকর্তা জানিয়েছে। চেক প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে তাদের এক বিবৃতিতে সিনাইয়ে হেলিকপ্টার বিধ্বস্তে তাদের এক সৈন্যের নিহত হওয়ার খবরটি নিশ্চিত করে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার পর তারা আহত শান্তিরক্ষীকে উদ্ধার করে ইসরায়েলের একটি হাসপাতালে ভর্তি করেছে।