সিডরে নিহতদের স্বরনে উপকূল উন্নয়ন ভাবনা

0
649

সিডরে এগার বছর পার হলেও উপকুলবাসীর হৃদয় তেকে মুছেনি সেই ভয়াল দাগ। প্রকৃতির রুদ্রমুর্তি আর ঝড়-ঝঞ্চাট উপেক্ষা করে উপকূলে টিকে আছে মানুষের জীবন ঠিকই, তবে কাটছে অবর্ণনীয় দুর্ভোগ আর দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সিড়রের এগার বছর উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে উপক’লীয় স্বেচ্ছাসেবি সংগঠন উপকূল উন্নয়ন ভাবনা।

কর্মসূচির মধ্য রাত ১২টায় পথ শিশুদের মাঝে খাবার বিতরন, সকাল সাড়ে পাচটায় ভৈরব নদীর তীরে মোমবাতি প্রজ্জলন ও সকাল সাড়ে দশটায় রক্ত দান কমৃসূচি। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম। পরিচালনা করেন শেখ ইয়াছিন আলম। এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি সুকন্যা সরদার, রুহুল খান, ইকবাল হোসেন, নির্বাহী সদস্য তানভীর আহমাদ, আল মামুন, টি এইচ জয় প্রমুখ। বিজ্ঞপ্তি