সিঙ্গাপুরে প্রস্তুতি ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দল

0
235

খেলা ডেস্ক:
ওয়ালটন গ্রুপ ও ইউনিমেড এ্যান্ড ইউনিহেলথ ম্যানুফ্যাকচার লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আগামী ১-১০ ডিসেম্বর পর্যন্ত নেপালে অনুষ্ঠিতব্য এসএ গেমসে ভাল ফল অর্জনের লক্ষ্যকে সামনে রেখে সিঙ্গাপুর জাতীয় দলের সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের কয়েকটি প্রস্তুতিমূলক ম্যাচ ও সিঙ্গাপুরে অবস্থানকালীন সময় সিঙ্গাপুরের একজন অভিজ্ঞ প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দল শুক্রবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
বুধবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এফএম ইকবাল বিন আনোয়ার (হেড অব দি ডির্পামেন্ট গেমম এ্যান্ড স্পোর্টস, ওয়ালটন গ্রুপ), বাস্কেটবল ফেডারেশনের সহ-সভাপতি মইনুল আহসান মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান বাস্কেটবল এ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এ কে সরকার।