সিএএ ইস্যুতে উত্তপ্ত মেঘালয়, শিলংয়ে কারফিউ জারি

0
275

খুলনাটাইমস বিদেশ : সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ এবার মেঘালয়েও। শুক্রবার থেকে সিএএ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে উত্তর পূর্বের এই রাজ্য। গন্ডগোলের জেরে ইতিমধ্যেই একজনের মৃত্যুরও খবর মিলেছে। পরিস্থিতি মোকাবিলায় শিলংয়ে জারি করা হয়েছে কারফিউ। মেঘালয়ের ৬ জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। দিল্লি ছাড়িয়ে সিএএ ইস্যুতে বিক্ষোভের আঁচ ফের উত্তর-পূর্বে। এবার মেঘালয়ের বিভিন্ন এলাকায় প্রতিবাদ-বিক্ষোভ চরম আকার নিতে শুরু করেছে। খাসি স্টুডেন্টস ইউনিয়ন এবং অ-আদিবাসীদের দফায়-দফায় সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে রাজধানী শিলং সহ মেঘালয়ের একাধিক জায়গা। সংঘর্ষের জেরে ইতিমধ্যেই পূর্ব খাসি হিলসে একজনের মৃত্যু হয়েছে। উত্তর-পূর্বের দুই সংগঠনের মধ্যে সংশোধিত নাগরিকত্ব আইন ও ইনার লাইন পারমিট নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিবাদ চলছিল। শুক্রবার বিতর্ক মেটাতে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই হঠাৎ করে সংঘর্ষ বেঁধে যায় দু’পক্ষের মধ্যে। সেই সংঘর্ষেই একজনের মৃত্যু হয়। পরিস্থিতি নতুন করে যাতে আরও উত্তপ্ত না হয় সেই কারণেই তড়িঘড়ি কার্ফু জারি করা হয় শিলংয়ে। যদিও ইতিমধ্যেই মেঘালয়ের ৬ জেলাতেই অশান্তি ছড়াতে শুরু করেছে। তারপরেই বিকেল থেকে শিলং এবং সংলগ্ন এলাকায় কারফিউ জারি করা হয়। শুক্রবার রাত ১০টা থেকে কার্ফু জারি করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে মেঘালয়ের ৬ জেলায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্ব জয়ন্তিয়া হিল, পশ্চিম জয়ন্তিয়া হিলস, রি ভোই, পশ্চিম খাসি হিলস, দক্ষিণ-পশ্চিম খাসি হিলসে অশান্তি ছড়িয়েছে। আরও ৪৮ ঘণ্টা বন্ধ ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সিএএ সমর্থনকারী ও বিরোধীদের সংঘর্ষে একটানা ৩ দিন ধরে উত্তপ্ত ছিল দিল্লি। উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ, সিলমপুর-সহ একাধিক এলাকায় হিংসার আগুন জ¦লে ওঠে। একের অপরের উপর লাঠি, রড নিয়ে চড়াও হয় দু’পক্ষ। একাধিক এলাকায় ওঠে গুলি চালানোর অভিযোগ। দিল্লির সংঘর্ষে এখনও পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর মিলেছে। তিনশোর কাছাকাছি মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভরতি রয়েছেন। প্রায় ৭০ জনেরও বেশি মানুষ গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।