সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান আ’লীগ সম্পাদকের

0
254

কপিলমুনি প্রতিনিধি:
করোনা সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনা সামাজিক দুরত্ব বজায় রেখে বিপদগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর অনুরোধ করছেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী।
তিনি ব্যক্তিগত ভাবে বৃহস্পতিবার দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে দিনভর পাইকগাছা-কয়রা উপজেলার বিভিন্ন গ্রামে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহয়তা বিতরণ করেন। এরপর বিকেলে পাইকগাছা দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে একজন রাজনৈতিক কর্মী ও সচেতন নাগরিক হিসেবে করোনা সংকটকালে গরীব মানুষের পাশে দাড়িয়েছি। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে পাইকগাছা-কয়রার এমপি আকতারুজ্জামান বাবু মহামারী করোনা দুর্যোগকালে রাজনৈতিক নেতা-কর্মীসহ সমাজের বিত্তবান, ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। সরকারী বা দলীয় খাদ্য সহয়তা ও স্বাস্থ উপকরণ বিতরনের জন্য এমপি বাবু তৃনমূল পর্যায়ে দলের দায়িত্বশীল নেতা- কর্মীদের সাথে সমন্বয় করে জনপ্রতিনিধিদের প্রকত উপকারভোগীদের তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেন।
উপজেলা আলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুর পরিচালায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ আ’লীগ নেতা উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, সহ-সভাপতি সমিরন কুমার সাধু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক জেলা আ’লীগ নেতা এ্যাডঃ ফরিদ আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অসিত বরন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, ইউপি চেয়েরম্যান রুহুল আমীন বিশ্বাস, তরিকুল ইসলাম, মিলু মুন্সি, সাবেক চেয়ারম্যান মনছুর আলী গাজী, গোলাম মোস্তফা, বিভুতী সানা, এসএম আয়ুব আলী, স্নেহেন্দু বিকাশ,যুবলীগের আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত, প্রভাষক বাবলুর রহমান, যুবলীগ সদস্য এমএম আজিজুল হাকিম,আকরামুল ইসলাম,ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি প্রমুখ।