সাভারে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

0
202

টাইমস ডেস্ক:
ঢাকার সাভারে শহিদুল্লাহ ইসলাম (৪৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল শনিবার সকালে সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিনোদবাইদ এলাকার জাকির হোসেনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। শহিদুল্লাহ ধামরাইয়ের মামুরা গ্রামের বাসিন্দা। তিনি সাভারের পল্লী বিদ্যুতের ঠিকাদারের কাজ করতেন। সাভার মডেল থানার এসআই সাফায়েত হোসেন জানান, সকালে বিনোদবাইদ এলাকার জাকির হোসেনের বাড়ি ভাড়াটিয়া বাসায় শাহিদুল্লাহর নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে স্থানীয়রা সাভার থানায় মডেল থানায় খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত লাশটি উদ্ধার করে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেতে পারেন। এ বিষয়ে সাভার মডেল থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।