সাথী তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবে-বাবুল রানা

0
165

খবর বিজ্ঞপ্তি:
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, একজন মানুষ তার কর্মের মধ্যদিয়ে বেঁচে থাকে। কর্মই মানুষকে চির স্মরণীয় করে রাখে। নয়মী বিশ^াস সাথী ছিলেন সেই ধরনের একজন কর্মী। তিনি মরে গেছেন তার কাজ তাকে আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছে। সাথী তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবে। তিনি ছিলেন একজন অকুতোভয় নারী নেত্রী। বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছিল তাঁর অগ্রণী ভূমিকা। নারী নেত্রী হয়েও তিনি আন্দোলনে সংগ্রামের কারণে বিভিন্ন নির্যাতনের স্বীকার হয়েছেন। তিনি খুলনার যুব মহিলা লীগকে সংগঠিত করতে অনন্য ভূমিকা রেখেছিলেন। সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা যুব মহিলা লীগের সাবেক যুগ্ম আহবায়ক নয়মী বিশ^াস সাথী’র প্রথম মৃত্যু বার্ষিকীতে খুলনা মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মরণ সভা পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন। স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. অলোকা নন্দা দাস, এ্যাড. একেএম শাহজাহান কচি, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, ফয়েজুল ইসলাম টিটো, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, মো. শহিদুল হাসান শহিদ, আলমগীর মল্লিক, এস এম হোসেন সবুজ, ওমর কামাল, শবনম মুস্তারী বকুল, দিতা বিশ^াস, নাজনীন বিউটি, মিনু আহমেদ, রেহানা গাজী, সুইটি, কহিনুর, কাকলী, জেসমিন লোপা, আইরিন চৌধুরী, লাভলি, নাজমা হোসেন, মিনি, বুলু শারমিন, কেয়া, নিশা, নীলা, মীরা, রহিমা, মেহজাবিন, নাসরিন আক্তার, শিরিন, রানা, মরিয়ম, লিমা আক্তার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মরণ সভার পূর্বে নয়মী বিশ^াস সাথী’র রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. সাঈদ।