সাতক্ষীরা সীমান্তে দু’নারী ও শিশুসহ ৬ বাংলাদেশী আটক

0
139

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় বিশেষ লকডাউন চলাকালে ভারত থেকে অবৈধপথে আসার সময় বৈকারী, জিলদি, তলুইগাছা ও মাদ্ররা সীমান্ত থেকে এক নারী, এক শিশুসহ ছয়জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি।

রোববার বিকেল ৬টায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার গোবরা গ্রামের আক্তার গাজীর ছেলে গোলাম আযম (২৫), তার স্ত্রী মিনান নাহার (২১) ও ছেলে আরিফ হোসেন (৫), নওগাঁ জেলার মহাদেবপুর থানার মীর্জাপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে আনারুল ইসলাম (৪০), চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার সিংহরা গ্রামের রঘুনাথ সরকারের ছেলে নয়ন সরকার (২৭) ও যশোর জেলার অভয়নগর থানার কুদলা গ্রামের খোকা ফকিরের ছেলে শরিফুল ফকির (৩১)। বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক রেঃ কর্ণেল আল মাহমুদ জানান, আটককৃতদের পদ্মশঁখরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১৪ দিন পর তাদেরকে সদর ও কলারোয়া থানায় সোপর্দ করা হবে। এনিয়ে গত ১৭ দিনে বিজিবি ভারত ও বাংলাদেশ থেকে যাতাযাতের সময় সীমান্তে ৫৪ জন বাংলাদেশী নাগরিক ও তিনজন পাচারকারিকে আটক করা হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

খুলনা টাইমস/এমআইআর