সাতক্ষীরা সদরের কয়েকটি বিলের স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণে মানববন্ধন

0
242

সাতক্ষীরা প্রতিনিধি: দীর্ঘ চার বছর ধরে সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙা, ডিঙেরালী, বাকডাঙি, চাতরা, বাবুলিয়া, নেবাখালিসহ বিভিন্ন বিলে অপরিকল্পিত মাছ চাষের কারণে জলাবদ্ধতা স্থায়ী রুপ ধারণ করেছে। অনতিবিলম্বে এ জলাবদ্ধতা দূর করা না গেলে অচিরেই এসব কৃষি জমি আবাদের অনুপযুক্ত হয়ে পড়বে। মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা সদরের বাগডাঙি তিন রাস্তার মোড়ে বাবুলিয়া সোব সংসদের আয়োজনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসুচিতে বক্তারা এসব কথা বলেন।
মানববন্ধন চলাকালে বাবুলিয়া সেবা সংসদের সভাপতি কওছার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল মালেক সোনা, বীর মুক্তিযোদ্ধা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ সুভাষ সরকার, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মজনু মালী, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাড. ফাহিমুল হক কিসলু, সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, সাংবাদিক রঘুনাথ খাঁ, বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, ডাঃ ইসরাইল হোসেন, নাজমুস শাহাদাৎ পলাশ, অধ্যাপক রজব আলী, শিক্ষক রমেশ ঘোষ প্রমুখ।
বক্তারা আলো বলেন, জলাবদ্ধতা দূরীকরণে মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের প্রয়োগ কঠোর করতে হবে। বেতনা, কপোতাক্ষ, প্রাণসায়ের,খোলপেটুয়ার সঙ্গে সংযোগ খালগুলো কেটে নাব্যতা বৃদ্ধি না করতে পারলে আন্দোলন কোন কাজে আসবে না। প্রাণসায়ের খালের প্রকৃত নকশা অনুযায়ি তা প্রকাশ্যে এনে খনন কাজ সম্পন্ন করতে হবে। জলাবদ্ধতা দূরীকরণে জনগন, জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনকে আন্তরিক হতে হবে। তবেই মানুষের দুর্ভোগ কমবে।
মানববন্ধন শুরু আগে বিভিন্ন বিলের জলাবদ্ধতার প্রকৃত অবস্থা ঘরে দেখেন সুশীল সমাজের নাগরিকরা।