সাতক্ষীরা থেকে স্বর্ণের বারসহ আটক ১

0
296

সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারকালে সাতক্ষীরার সীমান্ত থেকে স্বর্ণের বারসহ হাসানুর রহমান (২৩) নামে এক চোরাবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জব্দ সোনার বারের মূল্য ২৯ লাখ ৯১ হাজার ৬২৫ টাকা। রবিবার সকালে সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। সে সদর উপজেলার লক্ষিদাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান দুপুরে সাতক্ষীরা ৩৮ বিজিবির সদর দফতরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

তিনি জানান, ভারতে পাচারের জন্য চোরাকারবারিদের একটি গ্রুপ স্বর্ণের একটি চালান পদ্মশাখরা সীমান্তে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে স্বর্ণের বারসহ হাসানুরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাঁচ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৬৫ ভরি ১২ আনা। যার মূল্য ২৯ লাখ ৯১ হাজার ৬২৫ টাকা।