সাতক্ষীরায় ৪০ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ চোরাকারবারী গ্রেফতার

0
223

নিজস্ব প্রতিবেদক:
র‌্যাবের অবিযানে ১ চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। এসময় তার নিটক থেকে অবৈধভাবে আমদানীকৃত ৪০ হাজার পিস ভারতীয় তৈরি পাতার বিড়ি উদ্ধার করা হয়। বুধবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরায় অভিযান চালিয়ে আসামী মোঃ আলমগীর হোসেন মন্ডল @ মন্টুকে (৪০) আটক করে। তিনি সাতক্ষীরা সদর থানার কুশখালি ইউনিয়নের সাঁতানী গ্রামের মৃত লৎফর সরদারের ছেলে। পরে আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
সূত্রে জানা জায়, সিপিসি-১, সাতক্ষীরা র‌্যাব-৬ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার সদর থানার মুক্তিযোদ্ধা মার্কেট এর ইলেকট্রিক পয়েন্ট সাতক্ষীরা দোকোনের সামনে চোরাই পথে ভারতীয় পাতার বিড়ি শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে এসে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় উক্ত স্থানে আভিযান পরিচালনা করে মোঃ আলমগীর হোসেন মন্ডল @ মন্টু(৪০)কে ৪০ হাজার পিস ভারতীয় তৈরী পাতার বিড়িসহ তাকে গ্রেফতার করে।