সাতক্ষীরার হাবাসপুরে প্রতিবন্ধী আছাদুল ৬ মাস লোহার শেকলে বন্দি

0
522

মইনুল ইসলাম,আশাশুনি প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামের আছাদুল (২৮) দীর্ঘ ৬ মাস যাবৎ অন্ধকার ঘরে লোহার শেকলে বন্দি হয়ে আছে। হাবাসপুর গ্রামের মৃত মোসেলউদ্দীন সরদারের পুত্র মোঃ আছাদুল ইসলাম বন্দি হয়ে অসহায় জীবন যাপন করছে। পারিবারিক সূত্রে জানাগেছে, আছাদুল একজন মানসিক প্রতিবন্ধী। পরিবারটি হত দরিদ্র হওয়ায় মানসিক প্রতিবন্ধী তার চিকিৎসা খরচ বহন করা সম্ভব হচ্ছে না। এব্যাপারে আছাদুলের মা ফজরোন বিবি (৫৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবন্ধী সন্তানের মুখে দু’বেলা দু’মুঠো ভাত তুলে দিতে জীবনের এ পড়ন্ত বেলায় আজও মানুষের দোয়ারে দোয়ারে ভিক্ষাবৃত্তি করতে হয়। আছাদুলের মা আরও বলেন, তাকে বাড়ী ছেড়ে রেখে গেলে সে বিভিন্ন মানুষকে মারধর করতে থাকে। এজন্য তার চাচাত ভাই মোস্তাক সরদারের পুত্র বাবু সরদার তাকে তার নিজ ঘরের ভেতর লোহার শেকল দিয়ে বন্দি করে রেখেছে। মানসিক প্রতিবন্ধী আছাদুল খাওয়া-দাওয়া, মল-মুত্রত্যাগ সহ রাত্র যাপন করে সেই অন্ধকার অস্বাস্থ্যকর পরিবেশে। এ অবস্থায় আরও কিছু মাস বন্দি হয়ে জীবন যাপন করতে থাকলে হয়তো তাকে অল্প দিনে এ সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এমতাবস্থায় হত-দরিদ্র পরিবারের একমাত্র সন্তান মানসিক প্রতিবন্ধী আছাদুলের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।