সাতক্ষীরার দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

0
229

দেবহাটা প্রতিনিধি:  নানা কর্মসুচীর মধ্য দিয়ে সাতক্ষীরার  দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা হয়। সকাল সাড়ে ৭টায় দেবহাটা উপজেলা চত্বরে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, বাংলাদেশ আওয়ামী লীগ, দেবহাটা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারী সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও করোনা উত্তর বাংলাদেশের উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের করনীয় শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, এসিল্যান্ড এসএম তারেক সুলতান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এছাড়া দেশ ও জাতির শান্তি এবং শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় উপজেলা মজজিদ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া অনুষ্ঠান শেষে ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার প্রয়াত ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের কবর সহ অন্যান্য গণকবর জিয়ারত করা হয়।