সাতক্ষীরার দেবহাটায় উগ্রপন্থা প্রতিরোধে সংলাপ

0
183

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্ততা নিশ্চিতকরণ প্রকল্পের আন্তঃমতাদর্শিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় দেবহাটা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে পিস কনসোর্টিয়াম প্রকল্পের আয়োজনে বে-সরকারি সংস্থা রূপান্তরের বাস্তবায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়। দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী। বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সাইকো সোসাল কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, কমিটির সদস্য মীর খায়রুল আলম, ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার, ধর্মীয় নেতা আব্দুর রহমান, শেখ আমিরুল ইসলাম, আব্দুস সত্তার, নুরুল ইসলাম, উত্তম কুমার, শঙ্কর মুখার্জী, পারুল রানী, পিস ক্লাবের আহসান উল্লাহ কল্লোল, আল আমিন হোসেন, আশরাফুল ইসলাম প্রমুখ। রূপান্তরের প্রতিনিধি তৌহিদুর রহমান তহিদের পরিচালনা বক্তরা তাদের মতামত প্রকাশ করে বলেন, জঙ্গীবাদ ও উগ্রপন্থা সমাজ এবং রাষ্ট্রবিরোধী কাজ। তাই যুবসমাজকে খেলাধুলা, সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে। বিগত সময়ের পিস ক্লাব কর্তৃক গৃহিত বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ধর্মীয় নেতারা যাতে ধর্মীয় অনুষ্ঠানে উগ্রবাদ বিষয়ক সচেতনতামূলক বার্তা পৌঁছে দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রতি ব্যাক্ত করেন।