সাতক্ষীরার কলারোয়ায় ল্যাম্পি স্কিন রোগের শত শত গরু আক্রান্ত

0
439

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে পড়েছে শত শত গরু। এতে খামারি ও গরু পালনকারীরা আতঙ্কিত ও দিশাহারা হয়ে পড়েছেন। উপজেলার বিভিন্ন গ্রামের গরু পালনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে-গরুর গায়ে প্রথমে বসন্তের মতো গুটি গুটি দেখা যায়। দুই-এক দিনের মধ্যেই গরুর পুরো শরীর জুরেই গুটি গুটি হয়ে ঘায়ে পরিণত হয়। এ সময় গরুর শরীরে অতিরিক্ত তাপমাত্রা দেখা দেয় এবং গরু খাওয়া ছেড়ে দেয়। অনেক সময় গরুর বুকের নিচে পানি জমে ক্ষত সৃষ্টি হচ্ছে। ক্ষতস্থান থেকে মাংস খসে খসে পড়ে। উপজেলার পিছলাপোল গ্রামের গরু পালনকারী আশরাফুল ইসলাম জানান, তার চারটি গরুর গায়ে গুটি গুটি বসন্তের মতো বের হয়েছে। এ বিষয়ে কলারোয়া পশু হাসপাতালে জানালে তারা আমার বাড়িতে এসে গরু গুলি চিকিৎসা দেন ও চিকিৎসায় আমার গরু ভাল হয়েছে। একই গ্রামের শরিফুল জানান, তার গ্রামের অন্তত ৫০ থেকে ৬০ টি গরু ল্যাম্পি ডিজিজ রোগে আক্রান্ত হয়েছে। এছাড়াও খোরদো, ছলিমপুর, কামার আলী, কুশোডাঙ্গা, দেয়াড়া, হেলাতলাসহ উপজেলার অধিকাংশ গ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ ছড়িয়ে পড়েছে। কলারোয়া উপজেলা উপসহকারি প্রাণিসম্পদ অফিসার মোঃ মইনুল ইসলাম বলেন, ল্যাম্পি স্কিন ডিজিজে এ পর্যন্ত অনেক গরু আক্রান্ত হয়েছে। তবে কোথাও গরু মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। তিনি আরো জানান, লোকজনকে সচেতন করতে এরই মধ্যে লিফলেট বিতরণ এবং সভা-সেমিনারের ব্যবস্থা করা হয়েছে। ল্যাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন না থাকায় রোগটি দ্রুত বিস্তার করছে।